সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৮ : ২২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কেরল জয়ের পরে যে লিগ শিল্ডের একেবারে দেরগোড়ায় পৌঁছে গিয়েছে তাঁর দল, এই নিয়ে কোনও দ্বিধা আর নেই মোহনবাগান কোচ হোসে মোলিনার মনে। তবে এটাই সবচেয়ে কঠিন সময় বলে মনে করেন তিনি এবং এই সময়েই নিজেদের কাজে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে বলে মনে করেন তিনি।
শনিবার কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে বেশ চাপে পড়ে গেলেও ২৮ ও ৪০ মিনিটের মাথায় জেমি ম্যাকলারেনের দু’টি অনবদ্য গোলে এগিয়ে যায় গতবারের শিল্ডজয়ীরা। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় দলকে তৃতীয় গোল এনে দেন সুযোগসন্ধানী আলবার্তো রডরিগেজ। ৩-০-য় এই জয়ের ফলে তারা টানা দ্বিতীয় বার শিল্ড জয় থেকে আর মাত্র তিন পয়েন্ট দূরে।
এই অসাধারণ জয়ের পর বাগান কোচ মোলিনা সাংবাদিকদের বলেন, ''আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। আজকের তিন পয়েন্ট নিয়ে আমি খুশি। খুবই গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট। আমরা শিল্ড জয়ের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছি। তবে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আরও এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আমরা আজ রাতে জয় উদযাপন করব। তবে কাল থেকে আমাদের মনযোগ থাকবে কলকাতায় ওডিশা এফসির বিরুদ্ধে ম্যাচে। আমরা ওই ম্যাচে জেতার চেষ্টা করব। কারণ, এই ম্যাচে জয়ই আমাদের শিল্ড এনে দেবে। তবে আগের চেয়েও বেশি করে আমাদের মনযোগ বজায় রাখতে হবে এবং পরের ম্যাচ জেতার মরিয়া চেষ্টা করতে হবে।''
জিতলেও ম্যাচের শুরুর দিকে চাপে থাকা নিয়ে দলের পারফরম্যান্সের সমালোচনা করে মোলিনা বলেন, ''প্রথমার্ধের শুরুর দিকে কেরল ব্লাস্টার্স আমাদের উপর বেশ চাপ তৈরি করেছিল। কারণ, ওরা বলের দখল রেখেছিল, ভালভাবে বল মুভ করাচ্ছিল এবং আমাদের প্রায়ই বেশ নীচে নেমে এসে ডিফেন্স করতে হচ্ছিল। এর ফলে ওরা কয়েকটা গোলের সুযোগ পায়। বিশেষ করে একটা হেডার থেকে তাদের ভাল সুযোগ এসেছিল, যেটা বিশাল দুর্দান্তভাবে সেভ করে। তবে আমরা শুরুতে বল-সহ ভাল খেলতে পারিনি। আমরা খুব সহজেই বল খুইয়ে ফেলছিলাম।''
পরে অবশ্য ক্রমশ খেলায় ফিরতে শুরু করে মোহনবাগান এবং প্রথম গোলের পরই পুরোপুরি ভাবে ম্যাচে ফিরে আসে তারা। এই ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে মোলিনা বলেন, ''যখন আমরা বল ধরে রাখতে শুরু করলাম, তখন সুযোগ পেতে শুরু করলাম। জেমি ম্যাকলরেন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আজ। প্রথম গোলটা লিস্টনের অসাধারণ এক মুভ থেকে আসে এবং দ্বিতীয়টা জেসন কামিংসের দুর্দান্ত এক পাস থেকে আসে। হয়তো এই গোল দুটো আমাদের আরও আত্মবিশ্বাস জোগায়। এর পর কেরল কিছুটা হাল ছেড়ে দেয়, কারণ, ওদের পক্ষে ম্যাচটা ক্রমশ কঠিন হয়ে পড়ে।''
দ্বিতীয়ার্ধে ফের আক্রমণ শুরু করে। কিন্তু ফের তাদের কাছ থেকে নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে আরও গোল হতে পারত বলে মনে করেন মোলিনা। তিনি বলেন, ''যদিও দ্বিতীয়ার্ধে কেরল বলের দখল ধরে রেখেছিল এবং বল ভাল মুভ করাচ্ছিল, আমরা পুরো দল একসঙ্গে আরও ভালভাবে ডিফেন্স করেছি। একটা গোলও করি আমরা। আরও দু-একটা গোল করতে পারতাম, আমাদের সেই সুযোগ ছিল।''
এ দিন আক্রমণের চেয়ে দলের ডিফেন্সকে বেশি নম্বর দেন মোলিনা। বলেন, ''আমি মনে করি, আক্রমণাত্মক ফুটবলের দিক থেকে খুব ভাল ম্যাচ ছিল না আজ। তবে রক্ষণে আমরা দুর্দান্ত খেলেছি এবং গোলের সামনে আমাদের সুযোগগুলোর যথাযথ ব্যবহার করেছি। প্রথম সুযোগ পেলাম, গোল করলাম, দ্বিতীয় সুযোগ পেলাম, সেটিও কাজে লাগালাম। আশা করি, পরের ম্যাচেও এভাবেই আমরা তিন পয়েন্ট ও শিল্ডজয় নিশ্চিত করব।''
নানান খবর
নানান খবর

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও